সৌন্দর্য মানে তো ব্যক্তিগত অনুভব। আমার কাছে যা সুন্দর, আপনার কাছে তা না–ও হতে পারে। সেদিক থেকে চিন্তা করলে সৌন্দর্য বিশ্বজনীনও। সৌন্দর্যের সংজ্ঞা দিন দিন বড় হচ্ছে। নতুন সংজ্ঞায়িত সৌন্দর্যে চেহারাটাই সবকিছু নয়। বরং সফলতা, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বই আসল। তবে এটাও সত্যি ত্বকের রং চাপা হলে এখনো সেটা অনেকভাবে উল্লেখ করা হয়। গায়ের রং চাপা কিংবা খুলে বললে কালো হওয়া সত্ত্বেও আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছে গেছেন যেসব নারী, তাঁরা প্রশংসিতও হচ্ছেন সর্বত্র। এ বিষয়টি তাঁরা তুলে ধরেছেন নানাভাবে, তবে সেখানে সব সময় প্রকাশ পেয়েছে আত্মবিশ্বাস। হীনম্মন্যতা স্থান পায়নি এখানে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, উপস্থাপক ও মিডিয়া মোগল অপরাহ্ উইনফ্রে, মডেল নাওমি ক্যাম্পবেল, ব্যাডমিন্টন খেলোয়াড় সেরেনা উইলিয়ামস বা সংগীতশিল্পী বিয়োনসের মতো নামগুলো চলে আসে সফল নারীদের তালিকায়। শুধু সফলতা নয়, তাঁদের সৌন্দর্যও প্রশংসিত। এঁদের প্রত্যেকের মধ্যেই একটি মিল তাঁরা ‘ব্ল্যাক (কালো)’।