spot_img
Home বিনোদন ঢালিউড কারাগারে পরিমনি

কারাগারে পরিমনি

কারাগারে পরিমনি

মাদক মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

গত ১৯ আগস্ট তৃতীয় দফায় চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে আজ দুপুরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাকে  কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

 

শুনানির জন্য বিকেল পৌনে ৩টায় পরীমনিকে সিএমএম আদালতে হাজতখানা থেকে এজলাসে উপস্থিত করা হয়। তবে আসামিপক্ষে আইনজীবী কোনো জামিন আবেদন করেননি। তাই তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টার আগেই শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৪ আগস্ট তিনি আটক হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here