
তালেবানদের হাতে কাবুলের পতনের পর বিমানবন্দরে ছুটছে হাজার হাজার মানুষ। তারা প্রানের ভয়ে দেশ ছাড়তে চাইছে।
রয়টার্স এর খবর
আজ সকালে বিমানবন্দর থেকে পাচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা গুলিতে নাকি পায়ের তলে পিষ্ট হয়ে মারা গেছেন তা জানাতে পারেনি রয়টার্স।
এদিকে কাবুলের শহরতলীতে লুটপাট শুরু হয়েছে। কিছু লোক মুখ বেধে এসে লুটপাট চালায়।
আবার তালেবানদের গাড়ি দেখলে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।