
কাবুল বিমানবন্দরের বাইরে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। নিতদের মধ্যে দেশটির সাধারণ নাগরিক এবং মার্কিন সেনা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে এ হামলার ঘটনা ঘটে।
তালেবানরা কাবুল দখলে নিলে দেশ ত্যাগের উদ্দেশ্যে বৃহস্পতিবার আফগানিস্তানের বিমানবন্দরে জড়ো হয় হাজারো মানুষ।