কাবুল বিমানবন্দরে বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।
স্বল্প সময়ের মধ্যে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে আহত হন আরও অন্তত ১২০ জন। এদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, বিবিসি, সিএনএন এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার বোমা বিস্ফোরণ ঘটে কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে। বাইরে গোলাগুলি হয় বলে জানায় একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, আবে গেটের সামনেই বিস্ফোরণ ঘটে।
কারা এই হামলা চালিয়ে তা এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে।
কয়েক দিন আগে এমন শঙ্কা প্রকাশ করেছিল পেন্টাগন।
তাদের পক্ষ থেকে অনুসন্ধান চালানো হচ্ছে। বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে নিন্দা জানিয়েছে তালেবান।