
কয়েক ট্রিলিয়ন অর্থ ব্যয়, তিন দশকের উপস্থিতি আর লাখ লাখ সেনা মোতায়েন ও প্রশিক্ষণ দিয়েও কাজ হলোনা। এমনকি ছয় মাসের মধ্যে আফগানিস্তান তালেবানরা দখল করবে- কিন্তু সেই সময়ের বহ আগেই আমেরিকা সামরিক ও তথ্যগত দিক দিয়ে পরাজিত হলো তালেবানদের কাছে। হাজার হাজার তালেবান সেনা কাবুলে ঢুকে পড়েছে।
কোন প্রতিরোধ নেই কাবুল সরকারের পক্ষ থেকে। আফগানিস্তানের ক্ষমতা দখলের খুব কাছাকাছি চলে এসেছে তালেবানরা।
বিবিসির খবরে জানা গেছে, তালেবানরা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে দখল করে নিয়েছে। রোববার চারপাশ থেকে কাবুলে ঢোকা শুরু করেছে তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানী কাবুল ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সেখানে যুদ্ধে ঝুঁকি কমাতে চাচ্ছে তালেবান। এক বিবৃতিতে তারা যোদ্ধাদের শহরের প্রধান প্রবেশপথগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছে।