
জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিননগত রাতে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, এই ব্যক্তি কাজী আরেফসহ একাধিক হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সমাবেশ চলাকালে গুলি করে কাজী আরেফকে হত্যা করে সন্ত্রাসীরা।