করোনা পরিস্থিতি অবনতির প্রেক্ষিতে সরকার নতুন নির্দেশনা দিয়েছে।
উচ্চ সংক্রমণ এলাকায় ১৮ টি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। আজ ২৯ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই নির্দেশনা দেয়া হয়েছে।
এতে মূলত জনসমাগম নিয়ন্ত্রণের দিকে জোর দেয়া হয়েছে।
বিয়ে- সামাজিক অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ, পার্ক- পর্যটন স্পটে ভিড় নিয়ন্ত্রণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
পাবলিক পরিবহনে যাত্রী সংখ্যা অর্ধেক নিয়ে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।