
থাইল্যান্ডে করোনা দুর্যোগ মোকাবিলায় এবার এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা।
ডেল্টা ভেরিয়েন্টের কারণে থাইল্যান্ডে রের্কড সংখ্যক শনাক্ত ও মৃত্যু হওয়ায় স্বাস্থকর্মী এবং সৎকারে নিয়োজিত কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। তাই দেশের দুর্যোগঘন এই মুহূর্তে সেখানকার বৌদ্ধ ভিক্ষুরা সম্মুখসারিতে থেকে সবাইকে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন। স্বাস্থকর্মীদের কাজ থেকে প্রশিক্ষণ নিয়ে একসাথে করোনা পরীক্ষার জন্য নমুনা নিচ্ছেন, নিন্ম আয়ের মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন খাবার, অক্সিজের সিলিন্ডার এবং মৃতদেহ সৎকারে সহায়তা করছেন।
দেশটিতে করোনা পরিস্থিতি খারাপ হয়ে ওঠায় স্বাস্থ্যসেবার উপর চাপ পড়ছে।