করোনায় সনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে৷
গত কয়দিনের তুলনায় গত দু দিন মৃত্যুর হার বদ্ধি নতুন শঙ্কার জন্ম দিচ্ছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪১ জন৷
ঢাকায় মৃত্যুর হার বেশি, এর পরেই চট্টগ্রাম ও রাজশাহী৷ বরিশাল ও ময়মনসিংহে কম৷
সীমান্ত এলাকায় মানুষের অসচেতনতা, গোয়ার্তুমি মনোভাব সংক্রমন বাড়াচ্ছে। সাতক্ষীরা, চাপাই নবাবগঞ্জ এর পর নওগা আরেক হট স্পট হয়ে উঠেছে। আজ সেখানে মারা গেছেন তিনজন৷ নতুন সনাক্ত ৬৭ জন।
অনুমান করা হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশের ভেতর ছড়াচ্ছে দ্রুত গতিতে৷