spot_img
Home বিশেষ সংবাদ করোনার ৯৪ মৃত্যু

করোনার ৯৪ মৃত্যু

করোনার ৯৪ মৃত্যু

করোনাতে দৈনিক মৃত্যু একশর নিচে রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যু তার আগের দুইদিনের চেয়ে বেড়েছে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। যা কিনা গতকাল ছিল ৮৯ জন, তার আগের দিন ৮০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। টানা দুই মাস পর সেদিনই করোনাতে দৈনিক মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে মোট মারা গেলেন ২৬ হাজার ১০৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৭২৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ছয় হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন জানিয়ে অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৩৮৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১২ দশমিক শূন্য সাত শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৪ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here