- ভ্যাকসিনের পর বাজারে করোনার ওষুধ আনতে যাচ্ছে মার্কিন ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ফাইজার৷
এন্টিভাইরাল এই ওষুধটি মুখে দিয়ে গ্রহণ করতে হবে।
ফাইজারের সিইও আমেরিকার সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ট্রায়াল ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলে চলতি বছরের শেষ দিকে আমেরিকার বাজারে আমরা এটি পৌঁছে দিতে পারবো।
বিশেষজ্ঞরা বলছেন, ওষুধটি করোনা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ প্রাথমিক উপসর্গ দেখা দিলে ওষুধটি গ্রহণ মানুষকে হাসপাতালে যাওয়া ঠেকাতে পারবে৷
ফাইজার শিশুদের জন্য ও একটা ভ্যাকসিন তৈরীর চেষ্টা করছে।