করোনার প্রকোপ ভয়ানক বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাবে সরকার।
আজ শুক্রবার সকালে সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেবার পর দুপুরে সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টা বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, সাত দিন কোন অফিস খোলা হবে না, জরুরী ছাড়া কোন পরিবহন চলবে না
এমনকি জরুরি শিপমেন্ট না থাকলে কোন পোশাক কারখানা ও খোলা হবে না।
তিনি জানান, মানুষের জীবন রক্ষায় সরকার কঠোর অবস্থান নিতে যাচ্ছে।