spot_img
Home খবর ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে

ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে

ওষুধের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে, কোনো দোকান বন্ধ থাকবে না।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। রাত ১২ টায় ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশ আমরা দেইনি। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।

উল্লেখ ঢাকার দুই সিটি করপোরেশন শহরের দোকানপাট খোলা রাখার বিষয়ে আগে এক বিজ্ঞপ্তিতে বলেছিল পাড়া মহল্লার ওষুধের দোকান রাত ১২ টা ও হাসপাতালের ভেতরের দোকান রাত ২ টায় বন্ধ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here