নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বসুরহাট পৌরসভার মেয়র মীর্যা কাদের এর ছোট বোন তাহেরা বেগমের বাসায় গতকাল গভীর রাতে ককটেল হামলা চালানো হয়েছে।
গভীর রাতে বাসা লক্ষ্য করে ১৫ টির বেশি ককটেল ঋোড়া হয়, এতে কেউ হতাহত হয়নি।
ওবায়দুল কাদেরের বোন ও তার পরিবার এই হামলার জন্য মীর্যা কাদের এর লোকদের দায়ী করেছে।