‘সোনার হাঁস’ বলে কিছু হয় না, অন্তত স্বর্ণকারেরা এমন কিছু না বানালে। কিন্তু ক্রিকেটে তা আছে, গোল্ডেন ডাক নামে প্রচলিত এবং কেউ তা এড়িয়ে যেতে পারলে বাঁচেন!
টেস্ট অভিষেক হলে তো কথাই নেই। প্রথম বলে আউট হতে কে চায়, সেটিও আবার ম্যাচের প্রথম বলে! আবদুল মালিকও চাননি। চোখে অপার স্বপ্ন নিয়ে আজ আবুধাবি টেস্টে আফগানিস্তানের হয়ে টেস্টে অভিষিক্ত হন তিনি। কিন্তু জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির করা ম্যাচের প্রথম বলেই সেই স্বপ্নের শুরুটা হলো দুঃস্বপ্ন দেখে—আউট! গোল্ডেন ডাক!
একে তো টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচ, আর প্রথম বল—সম্ভবত অতিরিক্ত সাবধান হয়ে ঠেকাতে গিয়েই বলটা স্টাম্পে টেনে আনেন আফগান ওপেনার। তাঁর দল আফগানিস্তানও ভালো করতে পারেনি।
মুজারাবানির ৪ উইকেট ও ভিক্টর নওয়াচির ৩ উইকেটে প্রথম ইনিংসে ১৩১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েও স্বস্তিতে ছিল না। ৫ উইকেটে ১৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে।