টাকায় করোনা ভাইরাসের উপস্থিত সনাক্ত করার দাবী করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষকরা।
সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন বলেন, আমাদের গবেষকরা দেশের বিভিন্ন এলাকা থেকে টাকা সংগ্রহ করে সেখানে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করেছেন। দেখা গেছে ৭২ ঘন্টা পর্যন্ত এর উপস্থিতি থাকছে।