
বাংলা বাজার ঘাট থেকে শিমুলিয়া ফেরী ঘাটে আসার পথে কাকলী নামের ফেরী পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা মারে।
আজ শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
গত চারদিন আগে একই পিলারে ধাক্কা দেয় আর একটি বড় ফেরি।
কাকলী ফেরির চালক মোহাম্মদ বাদল জানান, ফেরীর যান্ত্রিক ত্রুটির কারনে প্রবল স্রোতের তোড়ে তিনি নিয়ন্ত্রণ হারান। ফেরীর একপাশ ফেটে গেছে। পানির উচ্চতা কম থাকায় ফেরীতে পানি ওঠেনি।
তবে ত্রুটির কথা কর্তৃপক্ষ জানতেন।