
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আলোচনায় শামীম ওসমান। তিনি নৌকার পক্ষে না বিপক্ষে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। সবশেষ তিনি সংবাদ সঙেম্মলন করে জানান, তিনি নৌকার লোক নৌকার পক্ষেই আছেন।
রোববার ভোট শুরু হয়েছে সকাল ৮টায়। দবে দুপুর দেড়টা পর্যন্ত শামীম ওসমানকে কেন্দ্রে আসতে দেখা যায়নি। তিনি দুপুরের পর ভোট দেবেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এবারের কোনো রকম কার্যক্রমে অংশগ্রহণ না করেও আলোচনায় ছিলেন শামীম ওসমান। বিষয়টি নিয়ে বিরক্ত ছিলেন শামীম ওসমান নিজেও। ১০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে তিনি জানান, কেন তাকে বার বার খবরের শিরোনাম করা হচ্ছে!
নির্বাচনে শামীম ওসমানের অবস্থান নিয়েও ধোঁয়াশা ছিল। সম্মেলনে শামীম ওসমান জানান, তিনি নৌকার জয় চান। আওয়ামী লীগের জয় চান। কে প্রার্থী সেটা তার জন্য কোনো বিষয় না।