করোনার ভেতর একদিনেই ঢাকায় ফিরেছে চার লাখ মানুষ। আর ঈদে ১২ দিনে ঢাকা ছেড়েছিল এক কোটি মানুষ।
ঈদের ১২ দিন আগে ঢাকার নেটওয়ার্ক এর বাইরে যাওয়া আবার ঢাকায় ফিরে আসা থেকে মোবাইল কোম্পানি এর তথ্য দিয়েছে। একজনের একটা সিম এই হিসেব ধরে মোবাইল কোম্পানি এই সংখ্যাটি জানিয়েছে।