করোনার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাশ পরীক্ষা বন্ধ হয়ে যায় গত বছরের ১৮ মার্চ।
ওইদিন সমাজ বিজ্ঞান বিভাগের একটা কোর্স পরীক্ষা হবার কথা ছিল। ২০১৪- ২০১৫ শিক্ষা বর্ষে তিনটা কোর্স শেষ হলেও একটা পরীক্ষা নেয়া যায়নি। তার পর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ। ১৮ মাস পেরিয়ে গেলেও একটা পরীক্ষার অভাবে কয়েকশ শিক্ষার্থীর মাস্টার্স আটকে আছে।
এদের জীবনের ১৮ মাস নেই।
তবে কথা বলে জানা গেছে, এমন পরিস্থিতি আরে অনেক বিভাগে ঘটেছে। একটা পরীক্ষা আটকে দিয়েছে জীবন কে৷
তবে কতৃপক্ষের ভাস্য, আমরা ভাবছিলাম পরিস্থিতি স্বাভাবিক হবে দ্রুত। এখন এই ধরনের ঘটনার মুখে পড়তে হবে, জানা ছিল না৷ আমরা একটি দুটি পরীক্ষা যাদের বাকি আছে, তাদের পরীক্ষা নেবার কথা ভাবছি।