spot_img
Home বাংলাদেশ অপরাধ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিন জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে।

উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- নতুন বাজারের ব্যবসায়ী সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া (৭০) মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন (২৫)।

তবে এটি ডাকাতি না পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here