তীব্র গতির ঘুর্নিঝড় ইয়াস ভারতের উড়িষ্যায় আছড়ে পড়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় এই ঝড় বাংলাদেশ সীমা অতিক্রম করে। ঝড়ের গতি ১৪০ কিলোমিটার হলেও ওঠানামা করছে। পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে৷
এদিকে ঝড়ের প্রভাবে বাংলাদেশের
উপকুলীয় জেলা গুলোর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হচ্ছে। তবে কোথাও ঝড় নেই৷ মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে।