- উড়লো শেষ বিমান।
- ১২৯ যাত্রী নিয়ে কাবুল ছাড়লো ভারতীয় বিমান।
কাবুল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে।
রাজধানী কাবুলকে কার্যত ঘিরে ফেলেছে তালেবান।
সাহায্যের জন্য কাবুল এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে কেউ ছিলেন না।
সেই পরিস্থিতিতে আকাশে প্রায় এক ঘণ্টা চক্কর কাটে বিমানটি।
যাতে উড়ানটিকে নিশানা না করা হয়, সেজন্য একটা সময় র্যাডারও বন্ধ করে দেন পাইলট।
শেষপর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিমানটি কাবুল বিমানবন্দরে অবতরণ করে। আপাতত বিমানটি কাবুল বিমানবন্দরেই আছে।
মাঝ-আকাশে চক্কর কাটায় বিমানে আরও তেল ভরতে হয়।
- পরে নিরাপদে ফিরে আসে দিল্লিতে।
- Advertisement -