spot_img
Home চাকরি খবর উপকুলে ইলিশের সমারোহ

উপকুলে ইলিশের সমারোহ

উপকুলে ইলিশের সমারোহ

 

সাম্প্রতিক কালে কক্সবাজার  মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের দেখা মেলেনি।

ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বাজারে দীর্ঘদিন অনুপস্থিত ছিল মাছের রাজা ইলিশ।

 

তবে কয়েকদিন ধরে কক্সবাজার ফিশারিঘাটে ফেরা ট্রলারগুলো থেকে নামছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। যার বেশিরভাগই  বড় ও মাঝারি সাইজের। এতে দামও ভালো পাচ্ছেন ট্রলার মালিকরা।

চলতি মাসের শুরু থেকে মাছ ধরার অনুমতি সত্বেও  জেলেদের মনে হতাশা কাজ করছিল। এর মাঝে সাগর থেকে তীরে ফেরা বেশ কয়েকটি ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত তিনদিন ধরে তীরে ফেরা ট্রলার থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ মেলায় সব দুশ্চিন্তা কেটে গেছে।

ট্রলার ভর্তি ইলিশ নিয়ে তীরে ফিরছে জেলেরা। ইলিশের পাশাপাশি ধরা পড়ছে রূপচাঁদা, লইট্যাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ।

আড়তগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।  এক কেজি ইলিশ এক হাজার থেকে শুরু করে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ট্রলার আরও ফিরলে দাম আরও কমবে বলে ধারণা ব্যবসায়ীদের।

বরফ ভাঙ্গা,  ইলিশ গুছিয়ে বরফজাত করে রফতানির জন্য তৈরি করায় সবাই হাত লাগাচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিতে অনেক আড়তদার ইলিশবোঝাই ট্রাক সারি করে রেখেছেন। রাতে তা রওনা হবে।

অনেক  দিন মাছ শিকার বন্ধ থাকায় এ সেক্টরের সঙ্গে থাকা মানুষগুলোর কষ্টে দিন গেছে। তার উপর করোনার দুর্যোগ কস্ট আরো বাড়িয়েছে।

এখন সবার ধারনা সুদিন আসছে৷

গত বছর জেলায় ইলিশ আহরণ হয়েছিল ১৫ হাজার ২৫৬ মেট্রিক টন। এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার মেট্রিক টন। ইলিশ সংরক্ষণ কর্মসূচিতে মাছ ধরা বন্ধ থাকায় মাছের আকৃতি বড় হচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here