নেত্রকোণায় উদীচী কার্যালয়ে বোমা হামলার আসামি আসাদুজ্জামান পনিরের (৩৭) ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়। পনির ময়মনসিংহের ফুলবাড়িয়ার কানাই করস্থানের ফজলুল হক চৌধুরীর ছেলে।
২০০৫ সালে এই বোমা হামলায় আটজন নিহত হন।