মাওয়ায় ঘরমুখো মানুষের চাপে মাঝ নদীতে ফেরিতে চারজন এবং পায়ের তলায় পড়ে এক কিশোর সহ পাঁচজন মারা গেছে৷
আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ফেরীতে গরমে চারজন অসুস্থ হয়ে পড়েন পরে চারজনই মারা যান। আর ফেরি থেকে ওঠার সময় পায়ের তলে পড়ে আরো এক কিশোর মারা যায়৷
যাত্রী নিয়ে মাওয়া থেকে এনায়েতপুরী ফেরিটি মাদারীপুরের বাংলা বাজার যাচ্ছিল।