মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি বলেছে, ইসরায়েল যুদ্ধাপরাধ করছে। তারা বেসামরিক লো্কজন হত্যা করছে।
তারা আমাদের টিমকে ছিটমহলে যেতে দশ বছর ধরে বাঁধা দিচ্ছে।
আজ সোমরার আল জাজিরাকে সংস্থার এক শীর্ষ কর্মকর্তা সালেহ হিজাজি বলেছেন , আল জাজীরার অফিসে হামলা যুদ্ধাপরাধ। তারা এটা করতে পারে না।
তিনি তাদের তোলা অভিযোগ তদন্তের জন্য আইসিসিকে অনুরোধ জানান।