
সাদ্দাম হোসেন সরকারের পতনের পর ইরাকের জাদুঘর ও বিভিন্ন সরকারি কোষাগারে থাকা ১৭০০০ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমেরিকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ইরাকের সংস্কৃতি মন্ত্রী।
তাছাড়া আইএস ২০১৪ থেকে ১৭ সাল পর্যন্ত শটির বিরাট অংশ দখল করার পর তারা ও এসব প্রত্নসম্পদ ধ্বংস ওবিদেশে বিক্রি করে দেয়।
ইরাক হয়ে পড়েছিল, আমেরিকা ও উগ্রবাদী গোষ্ঠীর লুটপাটের চারন ভূমি। আর এটা ছিল ইরাকের ইতিহাস লুন্ঠন।
যোগ করেন তিনি।