চমক দেখাচ্ছে দেশের কৃষি, রপ্তানিতে নতুন রেকর্ড
করোনা প্রভাবে বিশ্ব অর্থনীতির যখন ভঙ্গুর দশা, ঠিক সেইসময়ে চমক দেখাচ্ছে দেশের কৃষি। বিদায়ী অর্থবছরে, ৮ হাজার ৭০০ কোটি টাকার রপ্তানি আয়ের মাইলফলকে পৌঁছেছে দেশের কৃষিপণ্য।
ইপিবির তথ্য অনুযায়ী, বিগত চার বছর ধরে বাড়ছে এই খাতের প্রবৃদ্ধি। মাঝে ২০১৯-২০ অর্থবছরে আয় ৫ শতাংশ কমলেও ২০-২১ অর্থবছরে তা বেড়ে দাড়ায় ১৯ শতাংশে।
সংস্থাটি বলছে, চা, মসলা, শাকসবজি, ফলমুল ও তামাকজাতসহ সবমিলে রপ্তানি হয়েছে ৩১টি কৃষিপণ্য। তবে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বাড়লেও, কমেছে সবজি রপ্তানি।
এবার সবচেয়ে বেশি আয় হয়েছে কেক-বিস্কুট-চানাচুর আর চিপস-রুটির মত শুকনো খাবার থেকে। কেবল এই খাত থেকেই এসেছে ২ হাজার ৪৩৩ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৪৬ ভাগ বেশি।
তবে ছোট কিছু সমস্যা আছে। পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় বাধা পরিবহন নিয়ে জটিলতা।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষিপণ্য রপ্তানি খাতে আয় বাড়াতে হলে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। কৃষি বিপণন অধিদপ্তর দাবি, কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতে সবধরণের ব্যবস্থা নিচ্ছে সরকার।
১৯৭৩ সাল থেকেই বিদেশে রপ্তানি হচ্ছে দেশের কৃষি প্রক্রিয়াজাত পন্য।