কোভিট সংক্রান্ত জাতীয় পরামর্শক কারিগরি কমিটি দেশে করোনার বিস্তার ঠেকাতে আরে এক সপ্তাহ কঠোর লকডাউনের সুপারিশ করেছে।
গতকাল ১৮ এপ্রিল রাতে কমিটির সভা শেষে এই সুপারিশ করা হয়।
পরামর্শক কমিটির সভাপতি ডাক্তার শহিদুল্লাহ এতে সভাপতিত্ব করেন৷
সভায় সরকারের গৃহীত পদক্ষেপ ও করেনা সংক্রমন, মৃত্যুর হার পর্যালোচনা করে আরো এক সপ্তাহ এটা অব্যাহত রাখার বিষয়ে মত দেয়া হয়।
সভায় নতুন কোভিট হাসপাতাল চালু করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়৷
প্রতিটি ওয়ার্ডে নমুনা সংগ্রহ বুথ স্থাপনের সুপারিশে করা হয় সভা থেকে।