spot_img
Home বিশ্ব উত্তর আমেরিকা আমরা মধ্যপ্রাচ্য ধ্বংস করেছিঃ ট্রাম্প

আমরা মধ্যপ্রাচ্য ধ্বংস করেছিঃ ট্রাম্প

আমরা মধ্যপ্রাচ্য ধ্বংস করেছিঃ ট্রাম্প

মুখ খুললেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি পৃথিবীতে রক্তপাত এর অনেক দায় কাঁধে তুলে নিলেন।

বললেন-

যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছে, যা খুব খারাপ কাজ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’।

‘’আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি… এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোন পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সব কিছু পুনঃর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরো টুকরো করে ফেলার মতো।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।

তবে আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করেছেন তিনি। আমি পাওয়ারে থাকলে  বিষয়টি অন্যরকম হতে পারতো। ভিন্ন হতো।

তিনি বলেন, সেনা সরানোর আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে নিলে ভালো হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here