
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৭২০৫ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে বিকেল সোয়া পাঁচটায় গুলশানের বাসা থেকে রওয়ানা করে ৫টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
তাকে গত ১২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ দিন পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় আসেন তিনি।