ভারত আবার মৃত্যুর বিভীষিকার মুখোমুখি। গত কয়দিন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললেও গতকাল পরিস্থিতি আবার পাল্টে যায়। একদিকে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬ হাজারের বেশি।
এটা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
আজ শুক্রবার সে দেশের গণমাধ্যম জানায়, আবার কাঁদছে ভারত।
এই পর্যন্ত মৃত্যু হলো ৩ লাখের বেশি।
তবে বেসরকারি হিসেবে এটা বহুগুণ বেশি।
সবচেয়ে মৃত্যুর হার বেশি বিহারে ৭২ শতাংশের উপরে।
সেখানের মৃত্যুর সংখ্যা নিয়ে হিসাবে গড়মিল থাকায় হস্তক্ষেপে করছে পাটনা হাইকোর্ট।
বিহারে ভালোভাবে টিকা কার্যক্রম শুরু হয়নি যদিও বিহারে গত বিধানসভা ভোটের সময় বিনামূল্যে এবং সবার আগে টিকা দেবার প্রতিশ্রুতি ছিল বিজেপির।
এটা নিয়ে সমালোচনা আছে।