
সবার সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে ডাকসু নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চু্যয়াল ক্লাসরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে। আমাদের সাড়ে তিনশ শিক্ষার্থী ডাকসুর মাধ্যমে অনেক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে।
ডাকসু নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। একারণে সর্বমহলের সহযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা শক্তিশালী করতে হবে।
সবশেষ ২০১৯-এ ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়।