spot_img
Home খেলা অন্য খেলা আবারও ‘অলিম্পিক’ গোল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এবার নায়ক ওতাবেক

আবারও ‘অলিম্পিক’ গোল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এবার নায়ক ওতাবেক

0
আবারও ‘অলিম্পিক’ গোল বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এবার নায়ক ওতাবেক

এবারের প্রিমিয়ার লিগে নিয়মিতই হচ্ছে চোখজুড়ানো সব গোল। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে কর্নার থেকে দুটি ‌‘অলিম্পিক’ গোল করেন ব্রাদার্সের মিডফিল্ডার ফয়সাল মাহমুদ।

আজও একই মাঠে ঠিক এমনই একটা গোল করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভালি জনোভ ওতাবেক। কর্নার থেকে নেওয়া তাঁর শটটি সরাসরি ঢুকেছে জালে। যদিও রহমতগঞ্জের বিপক্ষে ওতাবেকের ওই গোলেও জয় নিয়ে ফিরতে পারেনি শেখ জামাল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেখ জামালের পয়েন্ট কেড়েছেন রহমতগঞ্জের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি।

পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংসের পরই রয়েছে শেখ জামাল। এরই মধ্যে প্রথম লেগ শেষ করেছে বসুন্ধরা কিংস। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে ধরাছোঁয়ার বাইরে। এক ম্যাচ কম খেলে শেখ জামালের পয়েন্ট ২৩।

স্বাভাবিকভাবেই রহমতগঞ্জকে হারিয়ে ব্যবধান কমাতে চেয়েছিলেন শেখ জামাল ধানমন্ডির কোচ শফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here