spot_img
Home বিশ্ব এশিয়া আফগান বিমান থেকে পড়ে যাওয়া যুবক একজন ফুটবলার

আফগান বিমান থেকে পড়ে যাওয়া যুবক একজন ফুটবলার

আফগান বিমান থেকে পড়ে যাওয়া যুবক একজন ফুটবলার

সারা পৃথিবীতে গত কদিনের আলোচিত ঘটনা এটি।

বিমান থেকে পড়ে যাওয়া যুবক এর ছবি ভাইরাল।

তালেবানের হাত থেকে বাঁচার জন্য বিমানে আফগানিস্তান ছেড়ে পালাতে চাইছেন বহু মানুষ। গত সোমবার একটি মার্কিন বিমান থেকে পড়ে মারা যান তিনজন।

এদের  একজন হলেন আফগান জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারি। তিনি ইউএসএএফ বোয়িং সি সেভেনটিন প্লেন থেকে পড়ে মারা যান।

প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

আফগান বার্তা সংস্থা আরিয়ানা জানাচ্ছে, সেই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন আফগান জাতীয় ফুটবল দলের একজন! তারা আরো জানিয়েছে, বিমান থেকে পড়ে নিহত হওয়া সেই তরুণ ফুটবলারের নাম জাকি আনওয়ারি।

তালেবান ক্ষমতা দখল করার পরে আফগানিস্তানের নানা প্রান্ত থেকে বিক্ষোভের খবর আসছে। বৃহস্পতিবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আসাদাবাদ শহরে বিপুল সংখ্যক মানুষ জাতীয় পতাকা হাতে মিছিল করেন। অনেকে তালেবানের পতাকা ছিঁড়ে ফেলেন। পরে সাধারণ মানুষের ওপর গুলি চালায় তালেবান। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গুলিতে অনেকে হতাহত হয়েছেন। পালাতে গিয়ে পদপিষ্ট হয়েছেন অনেকে।

শঙ্কা আর নিরাপত্তাহীনতা আফগানিস্তানের মানুষের সঙ্গী এখন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here