spot_img
Home খবর আফগানিস্তানের জন্য ত্রান পাঠালো বাংলাদেশ

আফগানিস্তানের জন্য ত্রান পাঠালো বাংলাদেশ

আফগানিস্তানের জন্য ত্রান পাঠালো বাংলাদেশ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য
মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ।

মঙ্গলবার (৫ জুলাই) বিপুল পরিমান
শুষ্ক খাদ্য বিস্কুট, নুডল্‌স, গুঁড়ো দুধ, কম্বল, তাঁবু ও ঔষধ সামগ্রী পাঠিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে যোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছানো হবে।

এসব ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আর এফ এল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২২ জুন একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক আফগান নিহত, প্রায় দুই হাজারের বেশি আহত এবং শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও চিকিৎসা সেবার অভাবে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here