
দুই দফা রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে।
মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার তাদের আদালতে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে পরীমণি ও তার সহযোগীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়৷