
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ এর আজ দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।
২০১৯ সালের এই দিনে তিনি মৃত্যু বরন করেন।
তিনি ছিলেন রাজনীতিবিদবিদ, শিক্ষক।
১৯২২ সালের ১৪ এপ্রিল তিনি কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করে প্রথমে কলেজে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা-স্থপতিদের অন্যতম প্রধান ছিলেন তিনি। শোষণ-নির্যাতন, গরীব দুঃখী মানুষের প্রকৃত মুক্তি আন্দোলন, স্বাধীকার এবং জনগনের অর্থনৈতিক মুক্তি, আন্তর্জাতিক চিন্তক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি।