
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ছাত্রদের জীবনের নিরাপত্তা আগে। তাদের জীবন যদি না থাকে পড়াশোনা করবে কেমন করে।
আজ ঢাকার এক অনুষ্ঠানে তিনি বিএনপির অভিযোগ এর প্রেক্ষিতে একথা বলেন।
বিএনপি অভিযোগ করছে- শিক্ষা জীবন ধ্বংসের জন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা, তারা নিজেরা টিকার বিরুদ্ধে অপপ্রচার করে সবার আগে টিকা নিয়ে ঘরে বসে সরকারের সমালোচনা করছে।