
বাংলাদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের দেয়া চিঠির প্রেক্ষিতে কাজও শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকায় পুনরায় কার্যক্রম শুরু করতে কিছু দিন সময় লাগবে।
সেপ্টেম্বর থেকে বাংলাদেশিরা ওমরা পালনের সুযোগ পাবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি পালন সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে।