spot_img
Home মতামত স্মরণ আগামীকাল মোহাম্মদ ফরহাদ এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী

আগামীকাল মোহাম্মদ ফরহাদ এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী

আগামীকাল মোহাম্মদ ফরহাদ এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী

মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অন্যতম স্থপতি, সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আগামী ৯ অক্টোবর।

১৯৮৭ সালের ৯ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোতে তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ ফরহাদ মহান ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী লড়াইয়ে প্রথম সারির নেতৃত্বের ভূমিকা পালন করেন।

৩৫ বছরের ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান আমল এবং বাংলাদেশে জিয়া-এরশাদের আমলে প্রায় ১৪ বছর আত্মগোপন বা কারান্তরালে ছিলেন।

’৫৪ সালে তাকে গ্রেফতার করে পাকিস্তানের কুখ্যাত নিরাপত্তা আইনে বিনা বিচারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়।

১৯৫৫ সালে ১৭ বছর বয়সে মোহাম্মদ ফরহাদ কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কমরেড ফরহাদ ’৫৯ সাল থেকে গোপনে ছাত্রদের সংগঠিত করতে থাকেন। ১৯৬২ সাল থেকে প্রায় এক বছর হুলিয়া মাথায় নিয়ে গোপনে ছাত্র গণআন্দোলন সংগঠন ও শ্রমিক শ্রেণীর পার্টির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৬৯’র গণঅভ্যুত্থানে কমরেড ফরহাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের সমন্বয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর প্রধান সংগঠক ছিলেন তিনি।

১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের ক্ষমতা দখলের পর সামরিক শাসনবিরোধী ১৫ দলীয় জোট গঠন; জাতীয় দাবি ৫ দফা প্রণয়ন ও যুগপৎ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই মহান নেতার স্মৃতির প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আগামী ৯ অক্টোবর,
তার নির্বাচনী এলাকা ও ঢাকায়
বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

রবিবার সকাল ৮টায় বনানীতে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিভবনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here