spot_img
Home বাংলাদেশ আকস্মিক স্কুল পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রী

আকস্মিক স্কুল পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রী

আকস্মিক  স্কুল পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রী

প্রায় দেড় বছর পর খুলেছে স্কুল-কলেজ-মাদরাসা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে। আর এতোদিন পর স্কুলে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের। অভিভাবকদের মধ্যে উচ্ছাস থাকলেও রয়েছে কিছুটা ভয়-ভীতি।

অভিভাবকেরা তাদের মেয়েদের নিয়ে স্কুলে এসেছেন। স্কুলের ফটকে হ্যান্ড স্যানিটাইজ এবং তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে একেক দিন একেক শ্রেণির ক্লাস করানো হবে।

নোটিশ দিয়ে স্কুলের সামনে অভিভাবকদের ভিড় না করার অনুরোধ জানানো হলেও অনেক প্রতিষ্ঠান ফটকের সামনে অভিভাবকদের জটলা করতে দেখা গেছে।
এদিকে সকালে আজিমপুরে একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি।
তিনি বলেম, আজ আমরা জানিয়ে এসেছি। এরপর না জানিয়ে যাব। কোন শৈথিল্য পেলে কঠোর ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here