এবার আইপিএলের নিলামে নাম ছিল না ডেল স্টেইনের। ফলে ইচ্ছা থাকলেও দক্ষিণ আফ্রিকান পেসারকে নিতে পারেনি কেউ। অবশ্য গত মৌসুমে তাঁর পারফরম্যান্স দেখে আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সংখ্যাও খুব বেশি হওয়ার কথা নয়। করোনা মহামারির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খুবই বাজে পারফরম্যান্স ছিল তাঁর।
গত আইপিএলে ভালো করেননি বলে অথবা টানা দুই মাস আবার জৈব সুরক্ষাবলয়ে থাকার দুশ্চিন্তাতেই হোক, আইপিএএল নিলামে নিজের নাম তোলেননি স্টেইন।
আইপিএল নিলামের পরই আবার পাকিস্তান সুপার লিগে খেলতে চলে গেছেন। আর সেখানে খেলতে নেমে বলছেন, আইপিএল খেলার ইচ্ছা হয়নি। ভারতের আইপিএলের চেয়ে পাকিস্তানের সুপার লিগে খেলাই নাকি বেশি ভালো মনে হয়েছে তাঁর।
বয়স ৩৮ হয়ে গেছে স্টেইনের। আগের মতো বলে ধার নেই। গতিতে চমক আর দেখাতেও পারেন না আগের মতো। গত আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলেছেন। আর বেশি খেলার সুযোগ মেলেনি। কীভাবে মিলবে?