
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৷
শনিবার (০৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতে বিএনপি-জামায়াত রাজাকারদের যে আন্দোলন, সেখানে জনগণের সংকট মোকাবিলার কোন জাদুর কাঠি নেই৷ অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে৷
তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক মন্দার দেশসহ সারা পৃথিবী হিমশিম খাচ্ছে তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হতে হবে।
বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই তালুকদার, শ্যামল কুমার রায়, জাহাঙ্গীর আলম,
শফি উদ্দিন মোল্লা, সাইফুজ্জামান বাদশা, আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান,আব্দুল লতিফ প্রমুখ।