ঢাকা ৩১ মার্চ
সরকারি সিদ্ধান্ত মেনে অর্ধেক যাত্রী নিয়ে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু করেছে । করোনার প্রোকোপ মোকাবিলা করতে গত পরশু সরকার এই সিদ্ধান্ত নেয়।
স্বাভাবিক সময়ের চেয়ে ৬০ শতাংশ বাড়তি ভাড়া দিতে হবে।
তবে স্বাভাবিক সময়ে গাড়ীর সংখ্যা কম আর সেই গাড়ি যখন অর্ধেক যাত্রী বহন করে পরিস্থিতি টা যা হবার তাই হচ্ছে।
বাস স্টপেজ গুলোতে মানুষের দীর্ঘ লাইন, একটা বাস আসলেই হুড়োহুড়ি করে মানুষ উঠছে।
নারীদের ভোগান্তি চরমে।
মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, সিটি কলেজ, কুড়িল, শাহবাগের বাস স্টপেজে শত শত যাত্রী কে দীর্ঘ সময় ধরে বাসের অপেক্ষা করতে দেখা গেছে।
চাপ পড়েছে ভাড়ায় চালিত মোটর সাইকেল, সিএনজি অটোরিকশার চাহিদা বেড়েছে।
অতিরিক্ত চাহিদার সুযোগে তারা ইচ্ছেমতো
ভাড়া নিচ্ছে বলে অনেকে অভিযোগ তুলেছেন।