করোনার প্রকোপ বৃদ্ধি অন্যদিকে ভ্যাকসিন পাওয়া কস্টসাধ্য হওয়ায় সরকার দেশে গ্লোব বায়োটেক এর ভ্যাকসিন বঙ্গভ্যাক্স এর উৎপাদনে যাবার অনুমোদন দিতে পারে বলে বিভিন্ন সুত্র ইঙ্গিত দিয়েছে।
এই প্রতিষ্ঠান তাদের ভ্যাকসিন প্রানী দেহে প্রযোগ পরীক্ষা করলেও মানবদেহে প্রয়োগের এখনো অনুমতি পায়নি।
প্রতিষ্ঠানটির দাবী, অন্যান্য ভ্যাকসিন মানবদেহে এন্টিবডি তৈরী করতে দুই ডোজ দরকার হলেও তাদের ভ্যাকসিন এক ডোজ যথেষ্ট।
অনুমতি পেলে মাসে তারা এককোটি ডোজ উৎপাদন করতে পারবে।
সুত্র বলছে, চলতি সপ্তাহে মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দেয়া হতে পারে।