নিজেই অক্সিজেন বিক্রি করতেন, বহু মানুষ তার কাছ থেকে অক্সিজেন নিয়েছে কিন্তু নিজেই অক্সিজেন এর অভাবে মারা গেলেন।
বাড়ি বরগুনায়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। নাম মিসকাতুল ইসলাম মিলন শিকদার। গত মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান।
তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।
চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে তিনি মারা যান।