ভারতের প্রখ্যাত হৃূদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠী বলেছেন, শরীরে অক্সিজেন এর মাত্রা ৯৪ এর উপরে থাকলে চিন্তার কিছু নেই।
তিনি আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন।
গতকাল ভারতের কয়েকজন নামকরা চিকিৎসকএক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনার চিকিৎসা নিয়ে আলোচনা করেন।
ডাক্তার নরেশ ত্রেহান, ডাক্তার রনদীপ গোলেরিয়া ও এই কনফারেন্স এ যুক্ত ছিলেন।
তবে তারা সব সময় সতর্কতা অবলম্বন ও চিকিৎসক এর পরামর্শ নিতে বলেছেন।
দেবী শেঠি বলেছেন, অল্প শারীরিক পরিশ্রমের পর অক্সিজেনের মাত্রা কমে গেলে চিকিৎসক এর পরামর্শ নিতে হবে। ৯৪ এর উপরে অক্সিজেন থাকলে ঠিক আছে।
এই সময়ে বমি, গায়ে ব্যাথা, জ্বর- কাশি থাকলে করোনা পরীক্ষার পাশাপাশি আইসোলেশনে থেকে ছয় ঘন্টা পরপর অক্সিজেনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদ সুুত্র
এবিপি আনন্দ।
এ